নিউজ ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলার আধুনা গ্রামে ছাগলে সবজি ক্ষেত বিনষ্ট করার জের ধরে শনিবার রাতে সরিকল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে তারই প্রতিবেশী মুক্তযোদ্ধা আঃ রহিম হাওলাদার (৭০)। এর জেরধরে প্রতিপক্ষের লোকজন মুক্তিযোদ্ধা আঃ রহিম ও তার স্ত্রী মমতাজ বেগমকে গনধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। দেলোয়ার হোসেনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপতালে ও আঃ রহিম হাওলাদারকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে দেলোয়ার হোসেনের একটি ছাগলে প্রতিবেশী মুক্তিযোদ্ধা আঃ রহিমের বেগুন ক্ষেত বিন্ষ্ট করে। এতে আঃ রহিম ছাগলটি তার বাড়ীতে এনে বেঁেধ রাখেন এবং ছাগলের মালিককে গালমন্দ করেন। এ ঘটনায় দেলোয়ার ক্ষিপ্ত হয়ে আঃ রহিমের একটি ছাগল ধরে শিং ভেঙ্গে দেয়। এতে উওেজনার সৃষ্টি হয়। রাত সাড়ে সাতটার দিকে এশার নামাজ পড়ার জন্য দেলোয়ার হোসেন বাড়ি থেকে বের হলে পথিমধ্যে ওৎ পেতে থাকা আঃ রহিম ধারালো দা দিয়ে পিছন থেকে তার গলায় কোপ দেয়। এতে তার গলার এক তৃতীয়াংশ কেটে যায়। গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে।