বরিশালের গৌরনদী উপজেলা বাটাজোর এলাকার কবিবাড়ি ব্রিজের ওপর থেকে বুধবার রাতে ১২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উজিরপুর উপজেলার উত্তর মোরাকাঠি গ্রামের এম.এ তাহের খলিফার ছেলে বামরাইল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলামিন খলিফা (৩৪), একই (উত্তর মোরাকাঠি) গ্রামের হাচেন বেপারীর ছেলে শহিদ বেপারী (৩২), আবুল হাসেম সরদারের ছেলে কালাম সরদার (৩৮), আব্দুল আজিজ রাঢ়ীর ছেলে মাসুদ রানা (৩৫)। এ ব্যাপারে গৌরনদী থানার এস.আই আলমগীর হোসেন বাদি হয়ে আটককৃত ওই ৪ মাদক বিক্রেতাকে আসামি করে বৃহস্পতিবার সকালে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে থানার এস.আই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত ১০টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় কবিবাড়ি ব্রিজের ওপর অভিযান চালায়। এ সময় ৫৯ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা শহিদ বেপারী (৩২), ৫২পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা কালাম সরদার (৩৮), ৭পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মাসুদ রানা (৩৫), ৬ পিস ইয়াবাসহ আলামিন খলিফা (৩৪)কে গ্রেফতার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ৪ মাদক বিক্রেতাকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরন করেন।