fbpx
27.4 C
Barisāl
Monday, September 27, 2021

গৌরনদীতে চোরাই মালামালসহ পিক-আপ আটক

একটি সংঘবদ্ধ চোর গ্যাস সিলিন্ডার ও এলএডি টেলিভিশন চুরি করে পালানোর সময় রবিবার সকালে বরিশালের গৌরনদী হাইওয়ে থানা পুলিশ চোরাই মালামালসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি এসএম শাহাদৎ হোসেন জানান, একটি সংঘবদ্ধ চোরাইদল ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসষ্ট্যান্ডস্থ মোঃ কুদ্দুছুর রহমান মীরের ক্রোকারিস দোকানে রবিবার সকাল সাড়ে ৪টার দিকে তালা ভেঙ্গে দোকান থেকে ৭টি গ্যাস সিলিন্ডার ও ২টি এলএডি টেলিভিশন চুরি করে পিকআপ ভ্যানে গৌরনদী ভুরঘাটার দিকে রওনা দেয় (যার নং ঢাকা মেট্রো-ন-১৬-৭৪৪৮)। দোকানের মালিক সকাল ৫টার দিকে দোকানে এসে তালা ভাঙ্গা দেখে তাকে মোবাইল ফোনে চুরির বিষয়টি জানান। মাহিলাড়া অবস্থানরত সার্জেন্ট ইমরান হোসেন উক্ত পিক আপ ভ্যান দাড়ানোর জন্য সিগনাল দিলে তা অমান্য করে পালিয়ে যায়। সার্জেন্ট ইমরান হোসেন মোটর সাইকেল নিয়ে পিছু থেকে ধাওয়া করে। পরবর্তীতে ভুরঘাটায় চোরাই মালামালসহ পিকআপ ফেলে চোরেরা পালিয়ে যায়। পুলিশ চোরাই মালামালসহ পিকআপটি জব্দ করে গৌরনদী হাইওয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মোঃ কুদ্দুছুর রহমান মীর বাদি হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ