বরিশালের গৌরনদীতে ট্রলার থেকে চাঁদা উত্তোলনে বাঁধা দেয়ার অপরাধে গতকাল দুপুরে পৌর কাউন্সিলর খায়রুল খানের হামলায় আলাউদ্দিন খান নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন।
গৌরনদীর টরকি বন্দর ট্রলার ঘাটের ভুষা মালের ব্যবসায়ী আলাউদ্দিন খান (৫৮) জানান, দুপুর দেড়টার দিকে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনের ট্রলার ঘাটে পন্যবাহী ট্রলার মালিকদের কাছ থেকে জোরপূর্বক চাাঁদা আদায় করছিল স্থানীয় সাহানাজ সরদার (৪৫) ও তার পুত্র ইউসুব সরদার (২০)। এ সময় আলাউদ্দিন খান চাাঁদা উত্তোলনে বাধা প্রদান করলে তারা কাউন্সিলর খাইরুলকে খবর দিলে সে ( কমিশনার খায়রুল) ঘটনাস্থলে আসেন। বাকবিতান্ডার একপর্যায়ে ব্যবসায়ী আলাউদ্দিনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালামাল তছনছ করেন। আহত ব্যবসায়ীকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটণায় ব্যবসায়ী গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানান,গত কয়েক বছর আগ থেকে টরকি বন্দর ট্রলার ঘাটের টোল আদায় বন্ধ ঘোষনা করে পৌর কর্তৃপক্ষ। এর পরেও পৌর কাউন্সিলর খায়রুল খানের নির্দেশে কয়েক ব্যক্তি দীর্ঘদিন যাবত ট্রলার থেকে চাঁদা আদায় করছে। এ ব্যাপারে কাউন্সিলর খায়রুল খানের মোবাইলে অসংখ্যবার মোবাইল করা হলেও তিনি রিসিভ করেননি।