প্রেমিকের পিতা-মাতার বকুনি খেয়ে বৃহস্পতিবার সকালে অভিমান করে আত্মহত্যা করেছে বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মুক্তা আক্তার (১৪)। সে পৌরসভার বানিয়াশুড়ি মহল্লার জসিম তালুকদারের মেয়ে।
স্কুল ছাত্রীর পিতা জসিম তালুকদার অভিযোগ করেন, তার কন্যার সাথে প্রতিবেশী আতাহার তালুদারের কলেজ পড়–য়া পুত্র আকাশ তালুকদারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে আকাশ তালুকদারের পিতা-মাতা ও আত্মীয় স্বজন বৃহস্পতিবার সকালে মুক্তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন। এতে মুক্তা অভিমান করে সকাল সাড়ে ৮টার দিকে বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পরে। মুমুর্ষ অবস্থায় মুক্তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টায় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার এএসআই আবু ইউসুফ জানান, এ ঘটনায় নিহত স্কুল ছাত্রীর ফুপু ফাহিমা আক্তার বাদি হয়ে গৌরনদী মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন ।