পূর্ব বিরোধের জেরধরে বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদীর দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষে উভয স্কুলের ৭ ছাত্র আহত ও একটি মোটর সাইকেল ভাংচুর হয়েছে। বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলার ভালুকশী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের ২ ছাত্রকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানায়, পূর্ব বিরোধের জেরধরে গৌরনদীর বার্থী গ্রামবাসী ও সীমান্তবর্তী আগৈলঝাড়ার ভালুকশী গ্রামবাসীর মধ্যে একাধিকবার হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয় গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে বুধবার সকালে ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের কাছে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তামিম সরদার, মেহেদীকে পেয়ে ইভটিজিংয়ের অপবাদ দিয়ে ওই ভালুকশী স্কুলের দশম শ্রেনীর ছাত্র জব্বার ফকির, রাজু ফকির হামলা চালিয়ে তামিম ও মেহেদী হাওলাদারকে বেদম মারধর করে। এ খবর পেয়ে তার সহপাঠী লাদেন প্যাদার নেতৃত্বে ১০/১২ ছাত্র ভালুকশী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালিয়ে জব্বার ফকির, রাজু ফকিরকে মারধর করে। এ সময় স্কুলের ছাত্ররা হামলাকারীদের ধাওয়া করে লাদেন প্যাদা. শাওন হাওলাদার, তয়ন বেপারীকে বেদম মারধর ও লাদেন প্যাদার মোটর সাইকেল ব্যাপক ভাংচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাওন ও তয়নকে আটক করে।
আগৈলঝাড়া থানার ওসি আব্দুল রাজ্জাক মোল্লা জানান, দায়েরকৃত মামলায় আটককৃত ২ স্কুলছাত্রকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে বরিশাল কারাগারে প্রেরন করেন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।