fbpx
26.7 C
Barisāl
Wednesday, January 26, 2022

গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ কটকস্থল এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ৪৫৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ফরহাদ সরদার (৩৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার সুন্দরদী গ্রামের হবিজ সরদারের ছেলে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী থানার এস.আই মাজাহারুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ কটকস্থল গ্রামে অভিযান চালিয়ে ৪৫৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রতা ফরহাদ সরদারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে গতকাল দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ