fbpx
25.9 C
Barisāl
Sunday, October 24, 2021

গৌরনদীতে কাল বৈশাখি ঝড়ে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি

বরিশালের গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখি ঝড়ে ফসল ও ঘর বিধ্বস্ত হয়ে ৭ কোটি টাকার বেশী ক্ষতি হয়েছে। এতে বোরো ধানের প্রায় অর্ধ কোটি টাকা, পারন বরজে প্রায় ২২ লক্ষ টাকাসহ ফসলে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। ৪৩৫টি ঘর সম্পূর্ণ ও ৮৭৫টি ঘর আংশিক বিধ্বস্ত হয়ে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঝড়ে বিধ্বস্ত ঘর ও গাছ চাপা পড়ে অন্তত ২৭ জন আহত হয়েছে। উপজেলা প্রশাসন ঝড়ে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে প্রেরন করেছেন।
ক্ষয়ক্ষতির নিরুপনের বরাদ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন জানান, এ অঞ্চলে সিডর ও আইলার পরে মঙ্গলবার দুপুরে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বোরো ধান ও পান বরজসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু গাছপালা উপড়ে ও গাছেল ডাল ভেঙ্গে পড়েছে। ঝড়ে ৪৩৫টি ঘর সম্পূর্ণ ও ৮৭৫টি ঘর আংশিক বিধ্বস্ত হয়ে ৫ কোটি ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে, ৩৮.৭ হেক্টর জমির বোরো ধান সম্পর্ন ও ১২৯০ হেক্টর জমির বোরো ধান আংশিত ক্ষতি (নষ্ট) হয়েছে। যার ক্ষতি পরিমান ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা। আড়াই হেক্টর জমির পান বরজ সম্পর্ন ও ১০০ হেক্টর জমির পান বরজ আংশিক বিধ্বস্ত হয়ে ২১ লক্ষ ৮৭ হাজার ৫০০টাকার ক্ষতি হয়েছে। ১৮ হেক্টর জমির শাক সবজি সম্পুর্ন ও ১৫০ হেক্টর জমির শাক সবজি আংশিক ক্ষতি সাধন হয়ে ১৬ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে। ঝড়ে বিধ্বস্ত ঘর ও গাছ চাপা পড়ে গুরুতর আহত ২৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের প্রত্যেককে চিকিৎসার জন্য সরকারি ভাভে ৫ হাজার টাকা করে দেয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর গৌরনদী জোন অফিসের ডিজিএম ফজলুল হক জানান, কাল বৈশাখি ঝড়ে আঘাতে উপজেলার বিভিন্ন এলাকার এইচটি ও এলটি বিদ্যুৎ লাইনের ৪০টি খুটি ভেঙ্গে যায় ও ২০১ টি স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে পরেছেঁ। এ ছাড়া ২৫০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ক্ষতির পরিমান ১০ লক্ষাধিক টাকা। ফলে ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিপর্যয়ে হয়ে পড়ে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর উপজেলার সম্পুর্ন ও মুলাদী, বানারীপাড়ার উপজেলার একাংশ এলাকায় বিদ্যুৎ বিপর্য হয়ে পরে। বুধবার সন্ধ্যায় উপজেলা সদরগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হলেও মফস্বলে এখনোা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ