“উৎপাদনমুখী সমবায় করি উন্নত বাংলাদেশ গড়ি” এ শ্লোগানকে ধারন করে বরিশালের গৌরনদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৩ তম বার্ষিক সাধারন সভা ও শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্টান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
স্থানীয় কারিতাস হলরুমে ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও টরকী বন্দর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বরিশাল জেলা সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিষ্টার গোলাম কবির শরীফ, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আঃ আহসান আজাদ, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান, চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী, পালরদী মডেল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এইচএম ইলিয়াস হোসেন, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন, প্রচার সম্পাদক মোল্লা ফারুক হাসান, গৌরনদী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি বাদশা মিয়া, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, গৌরনদী প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম পাল, উত্তর রামসিদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন হাওলাদার, সিনিয়র সহকারী শিক্ষক বিএম ইউনুস আলী। বক্তব্য রাখেন ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আলী আজিম খান পলাশ, কোষাধ্যক্ষ মোঃ লিটন আকন, সদস্য মোঃ আবুল খায়ের, মোঃ কামাল হোসেন, বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এয়ারুল নেছা, সহকারী শিক্ষক বাদশা সিকদার, আবুল কালাম আজাদ প্রমুখ। শেষে শিক্ষার মান উন্নয়নে শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।