র্যাব-৮ এর অভিযানে ১০৩ পিচ ইয়াবা ও বিক্রির ৪৭ হাজার টাকাসহ আটক হয়েছে মাদক ব্যবসায়ী জাবেদ সরদার। স্বামীর গ্রেফতারের পর প্রকাশ্যে মাদক ব্যবসার হাল ধরেছে তার স্ত্রী মমতাজ বেগম। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের।
বিশেষ অনুসন্ধানে জানা গেছে, টরকী বন্দরের একটি জুয়েলার্সের মালিক ও জাবেদ সরদার একত্রিত হয়ে মোবাইল ফোনের মাধ্যমে ইয়াবার হোম ডেলিভারী দিয়ে আসছিলো। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মে জাবেদ সরদারের কটকস্থলস্থ বাড়িতে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা এবং বিক্রির নগদ ৪৭ হাজার টাকাসহ তাকে (জাবেদ সরদার) আটক করা হয়। এ ঘটনার থানায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, জাবেদ সরদার র্যাবের জালে ধরা পরার পর গত কয়েকদিন ওই জুয়েলার্সটি বন্ধ ছিলো। গত দুইদিন পূর্বে বন্ধ থাকা টরকী বন্দরের ওই জুয়েলার্সটি খোলার পর আটক স্বামীকে (জাবেদ) জেল থেকে মুক্ত করার জন্য নিজ বাড়িতে বসে এবার প্রকাশ্যে ইয়াবা বিক্রি শুরু করেছে জাবেদের স্ত্রী মমতাজ বেগম।