fbpx
25.6 C
Barisāl
Wednesday, April 21, 2021

গৌরনদীতে ফল স্মরনীর চেয়ারম্যান গার্ডেনের উদ্বোধণ

গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি চাহিদাপূরন, পরিবেশ রক্ষা ও সমাজের বিত্তবানদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্ঠির লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১৪ কিলোমিটার সড়কে ফল স্মরনীর মাধ্যমে চেয়ারম্যান গার্ডেনের উদ্বোধন করা হয়েছে।
মাসব্যাপী ইউনিয়নের বিভিন্ন সড়কের দু’পাশে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বৃক্ষরোপণ শেষে বৃহস্পতিবার সকাল দশটায় শাহ ছূফী মাওলানা হাবিবুর রহমান সড়ক (পশ্চিম বেজহার-হাপানিয়া) থেকে আনুষ্ঠানিক ভাবে ফল স্মরনীর মাধ্যমে চেয়ারম্যান গার্ডেনের উদ্বোধণ করেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আবুল হোসেন মোল্লা, প্রভাবশালী সদস্য মোঃ মামুন মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সাঁন্টু ভূইয়া, ইউপি সদস্য শাহাদাৎ হাওলাদার, মিজানুর রহমান, নুর আলম সরদার, হাসান আল মামুন, মিন্টু শিকদার, বাবুল রায় প্রমূখ।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ