fbpx
31.7 C
Barisāl
Tuesday, April 20, 2021

গৌরনদীতে বাল্য বিবাহ নিরোধ আইন আমাদের দায়বদ্ধতা ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী উপজেলা জাতীয় শিশুকন্যা এ্যাডভোকেসী ফোরামের উদ্যোগে গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে “বালবিবাহ নিরোধ আইন ২০১৭ আমাদের দায়বদ্ধতা ও করনীয় বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭র বিভিন্ন দিক তুলে ধরে তা বাস্তবায়নে করনীয় সম্পর্কে উপস্থাপনা করেন হ্যাঙ্গার প্রকল্পের বরিশাল সমন্বয়কারী ও বরিশাল বিভাগীয় জাতীয় শিশুকন্যা এ্যাডভোকেসী ফোরামের সাধারন সম্পাদক মেহের আফরোজ মিতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী উপজেলা জাতীয় শিশুকন্যা এ্যাডভোকেসী ফোরামের সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বেলাল হোসেন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. শামছুদ্দিন। বক্তব্য রাখেন পশ্চিম শাওড়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল, নিকাহ রেজিঃ কাজী আব্দুল জলিল, কাজী মাসুদুর রহমান, পুরোহিত দিলিপ কুমার মূখার্জী, সমীর কুমার প্রমূখ, হ্যাঙ্গার প্রকল্প আগৈলঝাড়া সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ইমাম, পুরোহিত, নিকাহ রেজিষ্টার ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ