বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধাকে (৫৫) শুক্রবার সকালে সরিকল এলাকা থেকে থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে ওই দিন দুপুরে বরিশাল আদালতে প্রেরন করলে আদালত কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ৯টার দিকে মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধার বাড়ি সরিকল গ্রামের বাড়ির সম্মুখ থেকে গ্রেফতার করেন। তাকে চলতি বছর ফ্রেরুয়ারি মাসে পৌরসভার বড়কসবা গ্রামে ছাত্রলীগ নেতা ইমরাত হোসেন খানের দেয়া নাশকতা মামলায় জরিত থাকা অভিযোগে গ্রেফতার করা হয়।