বরিশালের গৌরনদী উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) উদ্যোগে শুক্রবার বিকালে সরকারি গৌরনদী কলেজের হলরুমে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতারের পূর্ব মুহুর্তে উপজেলা জাপার সভাপতি অ্যাডভোকেট ইউনুস আলী বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকান্দার আলী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জাপার আহ্বায়ক অধ্যাপক মহাসিনুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল জলিল। বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা জাপার সভাপতি সিরাজুল ইসলাম, গৌরনদী উপজেলা জাপার সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ-সম্পাদক মো. মহাসিন, পৌর জাপার সভাপতি আবু হানিফ, উপজেলা যুবসংহতির সভাপতি নিজামুল হক, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মিঠু বিশ্বাস প্রমূখ।