fbpx
26.1 C
Barisāl
Tuesday, September 28, 2021

গৌরনদীতে একাধিক বিস্ফোরক দ্রব্য মামলার পলাতক আসামি শহিদুল গ্রেফতার

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গতকাল সকালে একাধিক বিস্ফোরক দ্রব্য মামলার পলাতক আসামি মাদক বিক্রেতা শহিদুল ইসলাম হাওলাদারকে (৩৮) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শহিদুল হাওলাদারের বাড়ি উপজেলার খাঞ্জাপুর গ্রামে। সে ওই গ্রামের মানিক হাওলাদারের পুত্র।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনির হোসেন মুনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল সাড়ে ১০টায় উপজেলার সীমান্তবর্তী ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান। এ সময় মাদক বিক্রেতা, বিস্ফোরক দ্রব্য বহন, ব্যবহার ও নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত একাধিক মামলার পলাতক আসামি শহিদুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করেন। ওই দিন দুপুরে বরিশাল চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন। ওসি মুনির হোসেন মুনির আরো জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী শহিদুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে গৌরনদী মডেল থানায় দুইটি ও পার্শ্ববতী মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। তার গ্রেফতারে এলাকায় শস্তি ফিরে এসেছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ