গ্রামীণ এলাকা থেকে হারিয়ে যেতে বসা জাতীয় খেলা হা-ডু-ডু’র প্রীতি টুর্নামেন্ট বুধবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের বিবাহিত ও অবিবাহিত একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈকত গুহ পিকলুর অনুপ্রেরনায় বুধবার রাত দশটায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে হাপানিয়া বালুর মাঠে অনুষ্ঠিত হাডুডু টুর্নামেন্টে বিবাহিত একাদশ ২-০ গোলে অবিবাহিত একাদশের কাছে হেরে যায়। শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মামুন মোল্লা, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার সরদার, ইউপি সদস্য জাফর মৃধা, সাবেক প্রধান শিক্ষক দাদন আলী মিয়াসহ অতিথি বৃন্দ। উল্লেখ্য গত মঙ্গলবার রাতে একই মাঠে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরনী শেষে হা-ডু-ডু টুর্নামেন্টের প্রস্তাব রাখেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।