fbpx
26.1 C
Barisāl
Wednesday, August 10, 2022

বার্থী ডিগ্রী কলেজের নৈশ প্রহরীর মৃত্যুদাবীর টাকা বিতরণ

বরিশালের গৌরনদী শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সদস্য ও বার্থী ডিগ্রী কলেজের নৈশ প্রহরী শামচুল হক সরদারের মৃত্যুদাবীর নগদ টাকা বুধবার সকালে বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বার্থী ডিগ্রী কলেজের হলরুমে এক আলোচনা সভা গৌরনদী শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও টরকী বন্দর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপাধ্যক্ষ স্বপন কুমার পান্ডে, উপজেলা দূণীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও ইসলামী ইতিহাসের সহকারী অধ্যাপক ছালমা আক্তার, গনিতের সহকারী অধ্যাপক নলিত চন্দ্র চৌধুরী, রাষ্ট্র বিজ্ঞানের সহকারী অধ্যাপক শাহ্ মোঃ হানিফ, গৌরনদী শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক ও উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার দাস। বক্তব্য রাখেন কাল্বের উপজেলা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, সমাজ সেবক হাম জালাল প্রমুখ। শেষে শামচুল হক সরদারের মৃত্যুদাবীর ২৬ হাজার ৬৯৭ টাকা নিহতর পুত্র খোকন সরদারের কাছে নগদ প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ