fbpx
25.5 C
Barisāl
Friday, April 16, 2021

নিস্পাপ শিশুদের সেবা করা একটি মহৎকাজ ….ড. মোঃ নাসির উদ্দিন

সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ নাসির উদ্দিন বলেছেন, নিস্পাপ শিশুদের সেবা করা একটি মহৎকাজ।
আমরা কে কত বেতন পাই, না পাই তার সাথে এ নিস্পাপ শিশুদের সেবাকে তুলনা করা যাবেনা। আমাদের সকলের আন্তরিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। রবিবার সকালে সমাজ কল্যাণ মন্ত্রনালয় এর অধীনে আগৈলঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় ছোট মনি নিবাস (বেবী হোম) পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শিশুদের আবাসস্থল, খেলার ঘর ও রান্না ঘর পরিদর্শন করে ছোট মনিদের সাথে কুশল বিনিময় করেন। এর আগে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা সমাজ সেবা কার্যালয় পরিদর্শন করে। বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের মাহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার, বরিশাল বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক মোঃ সাব্বির ইমাম, বরিশাল বিএম বিশ্ব বিদ্যালয়ের কলেজের সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম হেলাল খান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বরিশাল জেলা সহকারী পরিচালক আখতারুজ্জামান তালুকদার, বিভাগীয় ছোট মনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক ও গৌরনদী উপজেলা ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, আগৈলঝাড়া সমাজ সেবা কর্মকতা সুশান্ত বালা, সংবাদ সপ্তাহের সম্পাদক কাজী আল আমীন, গৌরনদী রিপোর্টাস ইউনিটির প্রচার সম্পাদক মোল্লা ফারুক হাসান।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ