বরিশালের গৌরনদী উপজেলার উঃ বউরগাতী বাজারে গত রাতে আলাউদ্দিন মিরার দোকানে দুধর্ষ চুরি হয়েছে। দোকানের দুটি তালা ভেঙ্গে ক্যাশ থেকে নগদ ৩৫০০/-শত টাকা সহ অন্যান মালামাল ২৪০০০/- হাজার টাকা চুরি হয়েছে। এর আগেও দোকানটিতে দুইবার চুরি হয়েছে। এতে দোকান্দার আলাউদ্দিন মিরা মানবেতর জীবন জাপন করছে।