বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনওর) হস্তক্ষেপে র্দীঘ দিন পর বুধবার সকালে অবশেষে ছোট ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিমানা নিস্পত্তি হয়েছে।
জানাগেছে, গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে দীর্ঘ দিন যাবত স্থানীয় মোঃ মেজবাউদ্দিন খান তুহিনের সাথে বিরোধ চলে আসছে। সম্প্রতি ওই স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ করতে ঠিকাদার যান। এ সময় জমির মালিক দাবি করে তুহিন বাধা প্রদান করেন। অবশেষে বুধবার সকালে স্কুলের লাইব্রেরীতে জমির বিরোধ মিমাংসার জন্য এক সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফ আহম্মেদ রাসেল, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল হক তালুকদার, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আজাদ হোসেন জাহাঙ্গীরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার আশরাফ আহম্মেদ রাসেলের হস্তক্ষেপে কাগজপত্র পর্যালোচনা করে তুহিন খানের দাবিকৃত থেকে ২ শতক জমি বুঝিয়ে দিয়ে সমাধান করেন। এ ছাড়া স্কুলের সিমানার মধ্যে অবৈধ দোকান আগামি ৫ দিনের মধ্যে উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসার নিদের্শ দেন।