বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে বেবী ফুডে গতকাল বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
আদালত সুত্রে জানা গেছে, টরকী বন্দরে অবস্থিত বেবী ফুট সেমাই ও মিশ্রি তৈরী করে আসছে। কারখানা অ-স্বাস্থ্য পরিবেশ, মিশ্রি বোতলে ল্যাবেল না থাকায় ও বিএসটিআই অনুমোদন না থাকায় এ জরিমানা করা হয়।