বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে বাক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামি কমল সরকারকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের বিমল সরকারের পুত্র ও ধর্ষক সুনীল সরকারের ভাতিজা ।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা খন্দকার মো. আবুল খায়ের জানান, ওই গ্রামের বাক প্রতিবন্ধি কিশোরীকে (১৫) ধর্ষণ করার পর অন্তঃসত্ত্বা হলে অবৈধ গর্ভপাত ঘটানো হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেন। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতকে বরিশাল চিফ জুডিশিয়িাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।
উল্লখ্য, আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের বাক প্রতিবন্ধি কিশোরী (১৫) টিভি দেখে বাড়ি ফেরার পথে পাশ্ববর্তি বাড়ির সুনীল সরকার (৫৫) পুকুর পারে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হলে অবৈধ গর্ভপাত ঘটানো হয়। এ ঘটনায় সম্প্রতি রতœপুর ইউপি সদস্য লিলি হাওলাদার, চিত্ত সমদ্দার, প্রভাবশালী সোহরাব হোসেন স্থানীয় বীরেণ মাস্টারের বাড়ি সালিস বৈঠকে ধর্ষককে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য় করে। সালিস বৈঠকে ধার্যকৃত ওই টাকা নির্যাতিতার পরিবারকে না দিয়ে ধর্ষক, তার পরিবারবর্গ ও আত্মীয় স্বজন ধর্ষিতা ও তার পরিবারকে ভিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদানসহ জীবন নাশের হুমকি দেয়।