বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবয়ারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের আজিজুল মোল্লার ছেলে ইয়াবা ব্যবসায়ী রাজীব মোল্লাকে (২৪) ডুমুরিয়া এলাকা থেকে ৯ পচ ইয়াবাসহ বুধবার বিকেলে এসআই মোশারফ, এসআই দেলোয়ার হাসেন, এএসআই জাহিদ, এএসআই মাহাবুব গ্রেফতার করেন।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার কাঠিরা গ্রামের বিশ্বেশ্বর হালদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী মিলন হালদারকে ৬ পিচ ইয়াবাসহ শহরের বাইপাস পেট্রোল পাম্প এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পৃথক ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।