বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রাম থেকে বুধবার সন্ধ্যায় ১০২ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা হীরা বেপারীকে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার নুর-ইসলাম বেপারীর ছেলে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী থানার এস.আই মো. মাজাহারুল জানান, গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার কটকস্থল গ্রামে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা হীরা বেপারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ কেেরন। হীরা বেপারীর বিরুদ্ধে গৌরনদী থানায় মাদকদ্রক্য আইনে ৩টি ও ১টি চাঁদাবাজিসহ ৮টি মামলা রয়েছে।