বরিশালের গৌরনদীতে স্বর্গীয় দিলীপ কুমার কর্মকারের স্মৃতি স্মরণে শ্রেনি ভিত্তিক মেধা পুরস্কার বিতরণ শনিবার সকালে উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বেলারানী কর্মকারের সৌজন্যে উত্তর রাসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সদস্য রীনা রানী কর্মকারের সভাপতিত্বে শ্রেনি ভিত্তিক মেধা পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিশির কুন্ড। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নিলখোলা ক্লাস্টারের সাধারন সম্পাদক বিএম ইউনুস আলী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম পাল। স্বাগত বক্তব্য রাখেন উত্তর রাসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন হাওলাদার। বক্তব্য রাখেন স্বর্গীয় দিলীপ কুমার কর্মকারের পুত্র দিপঙকর কর্মকার, প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল, ইতি রানী দাস, সোনিয়া হোসাইন, হুসনেয়ারা বেগম, সুভাষ চন্দ্র ঢালী, বাদল চক্রবর্তী, সহকারী শিক্ষক প্রদীপ কুমার দাস, শহীদুল ইসলাম, ফকির আহম্মেদ, অর্চনা রানী কর প্রমুখ। শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।