“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” শ্লোগানকে ধারন করে বরিশালের গৌরনদীতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শনিবার রাতে সমাপ্ত হয়েছে।
সমাপনী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো সাংস্কুতিক অনুষ্টানে সংগীত, নৃত্যসহ নাটক মন্থত হয়। শেষে সুকান্ত বাবু মিলনায়তনে পুরস্কার বিতরনী সভা উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমির হোসেন, বরিশাল নাট্য থিয়েটারের সভাপতি বিশিস্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সীর সহধর্মীনি উন্মে সালমা হালিম জুথি। শেষে বিজযীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। শেষে গৌরনদী থিয়েটারের প্রথম নাটক মামুনুর রহমান রচিত ও মনোয়ার হোসেনের নিদের্শনায় “সাধের বিয়ে” নাটক মন্থত হয়।