বরিশালের গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন পদোন্নতি পেয়ে আগৈলঝাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করায় রবিবার রাতে থানা কপ্লেক্সে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মুনরিুল ইসলাম মুনিরের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আঃ রব হাওলাদার। বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার এসআই মাজাহারুল ইসলাম, এসআই তাজেল হোসেন, ইকবাল কবির, আসাদুল হক খান, আলমগীর হোসন, মোস্তফা মনির, এএসআই আজাদ হোসেন, আসাদ হোসেন প্রমুখ। শেষে পুলিশ পরিদর্শক মোঃ আফজাল হোসেনকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
উল্লেখ্য দীর্ঘ তিন বছর গৌরনদী মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে মোঃ আফজাল হোসেন সুনামের সাথে দায়িত্ব পালন করেন।