বরিশালের গৌরনদীতে পালরদী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধরকৃত অজ্ঞাতনামা যুবতির (১৮) লাশের পরিচয় গত ২দিনেও মেলেনি। গৌরনদী থানার এস.আই আলমগীর হোসেন বাদি হয়ে অজ্ঞাতনাামা দুর্বৃত্তদের আসামি করে বৃহস্পতিবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, উদ্ধারকৃত যুবতির লাশের ময়না তদন্ত শুক্রবার সম্পন্ন হয়েছে। গত দিনেও লাশের পরিচয় না পাওয়ায় লাশটি বরিশাল আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে। বরিশালে আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ হিসেবে অজ্ঞাতনামা যুবতির লাশ দাফন করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর হোসনাবাদ গ্রামের স্টিমারঘাট নামকস্থানে পালরদী নদীতে অজ্ঞাতনামা এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পালরদী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবতীর (১৮) লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরি করেন। উদ্ধারকৃত লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।