একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ডের দিয়াশুর ও বাংলা বাজারে আওয়ামী লীগের দুইটি আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধণ করা হয়েছে।
অনুষ্ঠানের অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান শনিবার রাতে ফিতা কেটে দুটি কার্যালয়ের উদ্বোধণ করেন। বাংলাবাজার কার্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন পীরজাদা শরাফুজ্জামান শাহিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলম হাফিজ মৃধা, যুবলীগ নেতা মোঃ আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া প্রমুখ। দিয়াশুর সীমান্ত এলাকার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর কাউন্সিলর বকতিয়ার হাওলাদার। শেষে স্থানীয় বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা মুজিব আদর্শে অনুপ্রানিত হয়ে অতিথিদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।