নিউজ ডেস্ক: প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্তদের মাঝে রবিবার দিনব্যাপী বিনামূল্যে হেলথ্ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকাল দশটায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধণ করেন জেলার দুইবারের শ্রেষ্ঠপদকপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বিকেল তিনটা পর্যন্ত কারিতাস বরিশাল অ লের এসডিডিবি প্রকল্পের আওতায় ইউনিয়নের প্রতিবন্ধী, প্রবীণ ও মাদকাসক্ত প্রায় শতাধিক ব্যক্তিকে হেলথ্ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ দাস রনবীর। উদ্বোধণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাস বরিশাল অ লের মাঠ কর্মকর্তা পিযুস অলড্রিন, কমিউনিটি লিডার মাওলানা সাহেব আলী, সুনীল চন্দ্র মল্লিক, ইউপি সদস্য হাসনে হেনা বেগম প্রমুখ।