নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধণ করা হয়েছে। রবিবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মসূচীর ষষ্ঠদিনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা আনসার কমান্ডার কামাল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার কর্মকর্তা মরিয়ম খানম, কোম্পানী কমান্ডার এমএ রব, ইউনিয়ন কমান্ডার জিএম আলাউদ্দিন, সেকান্দার আলী, ইউপি সদস্য মিন্টু শিকদার প্রমুখ।