সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে মহাসড়কে অবাধ যানচলাচল রোধ করতে ঈদের ৫ম দিনেও তৎপর রয়েছে গৌরনদী হাইওয়ে পুলিশ।
সকাল থেকেই ঢাকা বরিশাল মহাসড়কে বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ বাহিনী।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যেসব মটরসাইকেল আরোহীর, যাত্রিবাহী মাইক্রোবাস ও প্রাইভেটকার আইনি বিধি নিষেধ অমান্য করে গাড়ি চালাচ্ছে তাদের আটক করে প্রথম পর্যায়ে শাস্তিস্বরূপ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধী সম্পর্কে সচেতন করার পর মুচলেকা রেখে ছেড়ে দেয়া হচ্ছে। তবে এতেও কাজ না হলে পরবর্তীতে আরো কঠোর ভূমিকা পালন করবে হাইওয়ে পুলিশ