fbpx
26.1 C
Barisāl
Tuesday, September 28, 2021

টরকী বন্দরে ৫ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্টান সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে ৫ দিনের ৪০ প্রহর ব্যাপী মহানাম সমাপনান্তে কুজ্ঞভক্ত, নগর কীর্ত্তন, মহাপ্রভুর নামে ভোগরাগ ও মহা প্রসাদ বিতরনের মাধ্যমে মহানাম যজ্ঞানুষ্টান আজ (শনিবার) সকালে সমাপ্ত হবে। মন্দির কমটি জানান, গত ২৬ নভেম্বর শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মাধ্যমে মহানাম যজ্ঞানুষ্টান শুরু হয়। ভবা পাগলা ও লোকনাথ সম্প্রদায় সাতক্ষিরা, অষ্টসখী সম্প্রদায় গোপালগঞ্জ, রুপ সনাতন ঢাকা, গীতাঞ্জলী সমাপ্রদায় কুমিল্লা, মনোহর পাগল ও ওংকার সম্প্রদায় বরিশাল অমৃত নামসুধা পরিবেশন করে। দুপরে মহা প্রসাদ বিতরনের মাধ্যমে মহানাম যজ্ঞানুষ্টান সমাপ্ত হবে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ