fbpx
22.6 C
Barisāl
Saturday, January 29, 2022

আগৈলঝাড়ায় আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৪ তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের উত্তরসূরী, দক্ষিণা লীয় মুজিব বাহিনীর প্রধান, পার্বত্য শান্তি চুক্তি প্রনেতা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি’র ৭৪তম জন্মদিন দলীয় নেতা কর্মীদের উদ্যোগে আগৈলঝাড়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বাদ আসর এমপি হাসানাতের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, যুবলীগ সহ সভাপতি আবদুল্লাহ লিটন, যুগ্ম সম্পাদক বজলুর রহমান হাওলাদার, যুবলীগ নেতা রফিক তালুকদার, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম সকুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ সাধারণ মুসল্লীরা। দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক। এছাড়া উপজেলা ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের উদ্যেগে উপজেলার গৈলা ছোটমনি নিবাস, মধ্য সেরাল জামে মসজিদ, গৈলা আল-ফারুক এতিমখানা ও পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার এতিমখানায় পৃথক ভাবে মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগ নেতা মনির হোসেন, রফিকুল ইসলাম রনি, সৌরভ মোল্লা, সজিব সরদার, হেলাল মোল্লাসহ প্রমুখ।
প্রসংগত, ১৯৪৪ সালের ১০ ডিসেম্ব^র আব্দুর রব সেরনিয়াবাত ও আমেনা বেগমের ঘরে আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে জন্ম গ্রহণ করেন আবুল হাসানাত আবদুল্লাহ। তিন ভাই ছয় বোনের মধ্যে সবার বড় তিনি।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ