চিকিৎসক মোঃ মাহাবুব আলম মীর্জার করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় বরিশালের গৌরনদীতে রোববার তিনটি ডায়াগনেষ্টিক সেন্টার, একটি ঔষধের ফার্মেসী ও আবাসিক ভবন উপজেলা প্রশাসন লকডাউন ঘোষনা করেছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান স্বাক্ষরিত লকডাউন সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোঃ মাহাবুব আলম মীর্জা গৌরনদী বাসষ্ট্যান্ডের এবি সিদ্দিক, আশোকাঠী হাসপাতাল সংলগ্ন আল আরব ও হোসনাবাদের জনপ্রিয় ডায়াগনেষ্টিক সেন্টার এবং টরকী বন্দরে একটি ফার্মেসীতে বসে রোগী দেখতেন। এছাড়াও উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ভোলা সাহার ভবনে বসবাস করে আসছেন। শনিবার তার করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় তিনটি ডায়াগনেষ্টিক সেন্টার, একটি ঔষধের ফার্মেসী ও আবাসিক ভবন লকডাউন ঘোষনা করা হয়।
বিজ্ঞপ্তিতে লকডাউনকৃত এলাকায় আগমন ও বহির্গমন নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।