জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ”মুজিব বর্ষ” উদযাপণ উপলক্ষে আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশে বরিশালের গৌরনদী উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে রোববার দুপুরে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন ও সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রশিক্ষন আহসানুল রহমানসহ অন্যান্যরা। শেষে করোনাভাইরাস সংক্রামণ থেকে সু-রক্ষার জন্য দলপতি, দলনেত্রী ও আনসার কমান্ডারদের মধ্যে ফেইজ গার্ট (ফেসস্টি) বিতরণ করা হয়।