fbpx
23.7 C
Barisāl
Thursday, October 21, 2021

গৌরনদীতে জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম গঠন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম গঠন উপলক্ষে বুধবার সকালে গৌরনদী রিপোটার্স ইউনিটি মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সুজনের সহ-সভাপতি ও গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সু-শাসনের জন্য নাগরিক সুজনের গৌরনদী উপজেলা সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী রিপোটার্স ইউনিটির সম্পাদক বেলাল হোসেন, সহ-সভাপতি আবু সাঈদ খন্দকার, সহ-সম্পাদক এস,এম মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ এস,এম মিজান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রনি, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক শামীম মীর, প্রথম আলো বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার, দেশবাংলা হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজু, এইডের নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী প্রমূখ। সভায় সর্ব সম্পতিক্রমে সু-শাসনের জন্য নাগরিক সুজনের গৌরনদী উপজেলা সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে সভাপতি, প্রেমানন্দ ঘরামীকে সহ-সভাপতি, লোকমান হোসেন রাজুকে সাধারন সম্পাদক, রাজীব হোসেন খানকে সহ-সম্পাদক, মোঃ পপলু খানকে কোষাধ্যক্ষ ও খায়রুল ইসলাম, বেলাল হোসেন, সৈয়দ নকিবুল হক, ঝর্না দাস লাবনী, ফাতেমা জান্নাত চাঁদনী ও চায়না দেবনাথকে নির্বাহী সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট জাতীয় শিশুকণ্যা এ্যডিভোকেসি ফোরামের কমিটি গঠন করা হয়।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ