গৌরনদী উপজেলার পশ্চিম কমলাপুর এ আলী ইসলামীয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজা ছাত্রীদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার রাতে মাদ্রাসা প্রাঙ্গনে সমাজ সেবক আলহাজ¦ আজাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ঢাকার মুহাম্মাদপুর জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা আবুল কাশেম অশরাফী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ¦ ফরহাদ হোসেন মুন্সী, বিশেষ অতিথি ছিলেন এ আলী ইসলামীয়া মাদ্রার প্রতিষ্টাতা আলহাজ¦ মুহাম্মদ ইমরান হোসেন। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকী (শরিয়তপুর), অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সরোয়ার হোসেন। শেষে হাফেজা ছাত্রীদের অভিভাবকের হাতে সম্মাননা ক্রেষ্ট ও বোরকা এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।