গৌরনদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে নতুন শিক্ষা বর্ষের বিনা মূল্যে পাঠ্য পুস্তক বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা প্রসাশনের উদ্যোগে শুক্রবার সকালে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান। শেষে ২৭টি, ১৫টি মাদ্রাসা ও ৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই বিতরণ করে কার্যক্রমের উদ্ধোধন করেন।