দক্ষিণবঙ্গের রাজনৈতিক নারী নেতৃত্বের অগ্রদূত মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সহধর্মীনি বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রয়াত সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন উপলক্ষে গৌরনদী উপজেলার বিভিন্ন মসজিদ, ইউনিয়ন পরিষদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ, হযরত মল্লিক দূত কুমার পীর সাহেবের মাজার, আগৈলঝাড়া শিশু নিবাসসহ বিভিন্ন স্থানে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা এগারটায় মাহিলাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত দোয়া-মিলাদে অন্যান্যদের উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, শহিদুল ইসলাম শহিদ, ইউপি সদস্য শাহাদাত হাওলাদার, নুরআলম সরদার, জাফর মৃধা, বাবল রায়, হাবিবুর রহমান প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা বজলুর রহমান ও মাওলানা সফিউল্লাহ।
অপরদিকে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগনেত্রী বীর বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি মাননীয় মন্ত্রী জননতো আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপরি সর্হধমীনি বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সেরনিয়াত আশিক আব্দুল্লাহর মাতা মরহুম শাহান আরা আব্দুল্লাহ এর জন্মদনি উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর উদ্যোগে বিভাগীয় বেবি হোমে আশ্রতি শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠতি হয়েছে।
দোয়া মলিাদে উপস্থতি ছিলেন বরিশাল মহানগর যুবলীগ নেতা জামান ইকবাল, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু , আরিফ তালুকদার, রাসলে হাওলাদারসহ অন্যনরা।
দোয়া মোনাজাত পরচিালনা করেন গৈলা দাখিল মাদরাসার সুপারএন্টেন রফিকুল ইসলাম নেছারী।