পারিবারিক বিরোধের জেরধরে লিমা বেগম (৩৫) নামের এক নারীকে পিটিয়ে ও কামড়িয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে তিন নারীর বিরুদ্ধে।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে। আহত লিমা ওই গ্রামের হান্নান প্যাদার স্ত্রী।
শুক্রবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন আহত লিমা বেগম জানান, একই বাড়ির জা নিলুফা বেগমের সাথে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জা’য়ের মেয়ে নাজমিন আক্তারের সাথে তার কথাকাটি হয়। একপর্যায়ে জা’য়ের মেয়ে নাজমিন আক্তার, তার মা নিলুফা বেগম, জা’য়ের নাতনী প্রিয়াংকা আক্তার তাকে (লিমা) কামড়িয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।