fbpx
25.5 C
Barisāl
Thursday, August 11, 2022

চার দফা দাবী আদায়ের জন্য গৌরনদীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী

চার দফা দাবী আদায়ের জন্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে বরিশালের গৌরনদী উপজেলার স্বাস্থ্য সহকারীরা হাসপাতালের সামনে গতকাল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতী শুরু করেছেন। ফলে সকল টিকাদান কর্মসূচী বন্ধ রয়েছে। এতে চরম উদ্বিগ্ন হয়ে পরেছেন অভিভাবকরা।
সকাল থেকে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতী পালন করেন। গৌরনদীতে কর্মরত ৩৯জন স্বাস্থ্য কর্মীদের অংশগ্রহণে জেলা সভাপতি এ কে এম মাইনুদ্দিনের ষবাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান, মোঃ নুরুজ্জামান শরিফ সুমন, মোঃ রিয়াজ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার বাস্তবায়নের দাবীতে টেকনিক্যাল পদমর্যদাসহ বেতন স্কেল, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০%, প্রতি ছয় হাজার জনগোষ্টির জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং দ্রুত সময়ের মধ্যে শুণ্যপদে নিয়োগ এবং ১০% পোষ্য কোটা প্রবর্তনের চার দফা দাবি আদায় না হওয়ার পর্যন্ত তাদের কর্মবিরতীর কর্মসূচী অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ