fbpx
26.2 C
Barisāl
Friday, October 15, 2021

সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় – আবুল হাসানাত আব্দুল্লাহ্-এমপি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি) বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন দেশ ও জাতির বিবেক। তাদের লেখনীতে যেন দেশ ও জাতি কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তাই মাটি ও মানুষের কল্যাণের কথা ভেবেই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সমাজের বাইরে যেন আপনাদের কলম না চলে। বুধবার রাতে বরিশালের আগৈলঝাড়ার সেরালস্থ তার নিজ বাসভবনে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মতবিনিময় সভায় গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভি’র গৌরনদী প্রতিনধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, নির্বাহী সদস্য দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, সহসভাপতি ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, সাধারণ সম্পাদক ও ইনকিলাবের প্রতিনিধি বদরুজ্জামান খান সবুজ, সহ-সাধারণ সম্পাদক ও খবরপত্র প্রতিনিধি মণীষ চন্দ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক ও নয়াদিগন্ত’র প্রতিনিধি এইচএম মাকসুদ আলী, মাইটিভি’র স্থানীয় ক্যামেরাপারর্সন মোল্লা ফারুক হাসানসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এমপি আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ