বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামে খালের কচুরিপানার ওপর থেকে উদ্ধারকুত শিশুর (ছেলে) গত ২ দিনেও পরিচয় মেলেনি। শিশুটির কোন পরচিয় না পাওয়ায় অবশেষে শিশুটি আশ্রয় হলো সমাজ সেবা অধিদপ্তর কতৃক পরিচালিত আগৈলঝাড়াস্থ বিভাগীয় শিশু নিবাসে (বেবীহোম)। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, চন্দ্রহার গ্রামের নজরুল সরদারের স্ত্রী লাইজু বেগম শুক্রবার বিকেলে প্রতিবেশী মোসলেম ফকিরের বাড়ির কাছে খালের ভেতর কচুরিপানার উপর এক শিশুর কান্না শুনতে পায়। এসময় লাইজু বেগম খালের ভেতর কচুরিপানার ওপর থেকে জীবিত অবস্থায ১৫/১৬ মাস বয়সের এই শিশুটিকে উদ্ধার করেন। জনপ্রতিনিধিদের পরামর্শ অনুযাযী নজরুল সরদার ও তার স্ত্রী লাইজু বেগম ওই দিন সন্ধ্যায় শিশুটিকে গৌরনদী মডেল থানায় সোপর্দ করেন। রাতে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আগৈলঝাড়াস্থ বিভাগীয় শিশু নিবাসে (বেবীহোম) হস্তান্তর করেন।