ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার এলাকায় শনিবার দুপুর পৌনে দুইটার দিকে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই উপেন হালদার (৭০) নামের এক বৃৃদ্ধের মৃত্যু হয়েছে। সে মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের বাসিন্দা। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে। বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, উপেন হালদার পানের ঢালা মাথায় নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজারের রাস্তার পাশ দিয়ে পান বিক্রির জন্য দোকানের দিকে যাচ্ছিলেন এসময় যত্রতত্র ভাবে রাখা অজ্ঞাত একটি অটো রিক্সা তাকে (উপেন) ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে গেলে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ট্রাকটি জব্দ করেন এবং লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।