নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত গণমানুষের নেতা অবিভক্ত ভারতবর্ষের আইনমন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১১৪ তম জন্মজয়ন্তী উৎসব তার জন্মস্থান বরিশালের গৌরনদী উপজেলার মৈস্তারকান্দিতে অনুষ্ঠিত হয়েছে।
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের সম্মুখে গতকাল বিকেলে পরিষদের সভাপতি দ্বিজেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানঅতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। প্রধানবক্তা হিসেবে ইতিহাসের আলোকে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার। সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা। পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মনোতোষ সরকারের স ালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব নারায়ন চন্দ্র বৈদ্য, বুদ্ধদেব বালা, গৌরাঙ্গ লাল বালা, সাংবাদিক এসএম মিজান, মোল্লা ফারুক হাসান, আতাউর রহমান চ ল, আরেফিন রিয়াদ প্রমুখ। সভার শুরুতে অতিথিরা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
একইদিন ভারতের কোলকাতার ধর্মতলায় ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১১৪তম জন্মজয়ন্তী উৎসব উদ্যাপিত হয়েছে।