‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে গৌরনদী থানাধীন কমলাপুর বাজারে গতকাল বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরারামের আয়োজনে কমিউনিটি পুলিশিংএর মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে খাঞ্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাদ ও এলাকারগণ্যমান ব্যক্তি বর্গ উপস্থিতিতে ছিলেন। গৌরনদী মডেল থানার কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে আসামি গ্রেফতারে সহায়তা, গ্রেফতারী পরোয়ানা তামিলে সহায়তা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করাসহ বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় ঘটতে পারে এমন তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানান ওসি আফজাল হোসেন। তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সচেতনতা তৈরি করে ইভটিজিং প্রায় নির্মূলের পাশাপাশি। যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা রাখবে এবং জঙ্গিবাদ নির্মূলে বিশেষ ভূমিকা পালন করছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক নির্মূলে কার্যক্রম সফলভাবে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি এলাকার পাড়ায় পাড়ায় রাত্রিকালীন টহল ডিউটির মাধ্যমে চুরি, ডাকাতি প্রতিরোধ করা হচ্ছে। এ ধারা আগামিতে অব্যহত থাকবে।