fbpx
31.4 C
Barisāl
Sunday, September 26, 2021

গৌরনদীতে জাতীয় শিশু দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় বরিশালের গৌরনদীতে মাল্যদান, র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীসহ নানা কর্মসুচি পালন করা হয়।
সকাল ৮টায় উপজেলা প্রশাসন ও মহিলা পরিষদের যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম মুনির। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফয়সল জামিল, মাধ্যামিক শিক্ষা অফিসার সেলিম আহম্মেদ প্রমুখ। এ ছাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপর দিকে গৌরনদীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে বার্থী ইউনিয়ন পরিষদে শিশু সমাবেশ, র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় মাওলানা মোঃ আলমগীর হোসেন এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জনাব বজলুর রশিদ ও মাওলানা কামাল হোসেন কুতুবী। বিশেষ অতিথি ছিলেন মোঃ জাকির হোসাঈন, ইউপি উদ্যোক্তা ও সময়ের বার্তা গৌরনদী প্রতিনিধি সৌরভ হোসেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ