নয়ারবাড়ি শ্রী শ্রী কালাচাঁদ গোস্বামী মন্দির উদ্ধোধন উপলক্ষে দুই দিন ব্যাপী ১২ দেবদবতার পূজা অনুষ্ঠিত হয়। মন্দির উদ্ধোধন করেন কালাচাঁদ গোস্বামী।
মন্দির উদ্ধোধন উপলক্ষে শুক্রবার রাতে আরতি, কীর্ত্তন, ধর্মীয় সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার মহোৎসব ও প্রসাদ বিতরন করা হয়।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা মন্দির পরিচালনা কামিটির সভাপতি অনিল চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি হরলাল বিশ্বাস, জুরান বৈরাগী, বিষ্ণু পদ সরকার, সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রমনী রায়, সহ-সাধারন সম্পাদক সুশান্ত বিশ্বাস, সুজন বৈরাগী, বিপুল মধু, নিরঞ্জন রায়, অর্থ সম্পাদক যতীন নাথ বাড়ৈ, সহ-অর্থ সম্পাদক অসীম বৈরাগী, হরবিলাস বাড়ৈ, প্রচার সম্পাদক উজ্জল বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক কিরন বিকাশ বাড়ৈ, সহ-সাংগঠনিক সম্পাদক কৃষ্ণকান্ত ঘরামী, সতীশ বিশ্বাস, পরিতোষ মজুমদার প্রমুখ।