চরমোনাই দরবার শরীফের সাহেবজাদা আলহাজ্ব মুফতি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেবের আগমন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতি মাওলানা আব্দুল ওয়াজেদ কমপ্লেক্সের উদ্যোগে আজ (রবিবার) বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।
পূর্ব বাউরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাফিল আব্দুল ওয়াজেদ কমপ্লেক্সের প্রতিষ্টাতা ও সভাপতি আলহাজ্ব মীর নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা থাকবেন আমেরিকার জামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা আবু জাফর মোঃ ছালেক বেগ। বিশেষ বক্তা থাকবেন বরিশাল বলইকাঠী জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা রেজাউল করিম বেগ, চট্রগ্রাম আলকন জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান, গাজীপুর শাক্রাউড়ি শাহী মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা আসাদুজ্জামান বেগ, মাদারীপুর ঝিকরহাট হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা হাপেজ সৈয়দ আবুল কালাম।